ট্রেনের মধ্যেই অন্তঃসত্ত্বার প্রসব করালেন ডাক্তারি পড়ুয়া

0
1

ট্রেনে চড়ে যাত্রা করছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সেকেন্দ্রাবাদ দুরন্ত এক্সপ্রেসে (Sekendrabad Duranta Express) উঠেছিলেন শ্রীকাকুলামের (Srikakulam) এক বাসিন্দা। সঙ্গে ছিলেন তাঁর অন্যান্য আত্মীয়েরাও। হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। ট্রেন তখন অনকাপল্লি স্টেশন ছেড়ে যাচ্ছে। সকলেই চিন্তায় পড়ে যান, কেউ কিছু বুঝতে পারার আগেই আচমকা ট্রেনের এক তরুণী এগিয়ে আসেন। তিনি বাকিদের জানান যে তিনি ডাক্তারি (Medical Student) নিয়ে পড়াশোনা করছেন। এরপর দক্ষতার সঙ্গে নিরাপদেই চলন্ত ট্রেনেই ওই মহিলার প্রসব করান তিনি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। ট্রেনের বাকি যাত্রীরা ওই ডাক্তারি পড়ুয়াকে সাধুবাদ জানিয়েছেন। ওই মহিলার পরিবারের লোকেরাও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দিয়েছেন। কোনও রকম চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই ওই ডাক্তারি পড়ুয়া যেভাবে ওই মহিলাকে সুস্থ সন্তান জন্ম দিতে সাহায্য করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কুর্নিশ জানিয়েছেন রেলের আধিকারিকরাও। মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্রীর (MBBS Student) কাজে গর্বিত তাঁর পরিবার এবং সহপাঠীরাও। সদ্যজাতকে নিয়ে এরপর হাসি মুখে ছবিও তোলেন ওই ডাক্তারি পড়ুয়া।