কাজে এলো না কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধির বার্তা। গোয়ায় (Goa) হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন ৮ বিধায়ক। বুধবার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ও গোয়ার স্পিকারের সঙ্গে বৈঠকের পরে বিজেপিতে (BJP) যোগ দিলেন তাঁরা।
মাস দুয়েক আগেও কংগ্রেস (Congress) বিধায়কদের শিবির বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। জল্পনা ছিল, আট কংগ্রেস বিধায়ককে (MLA) দলে যোগদান করানোর চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিশেষ দূত পাঠিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে কথা বলেন। সাময়িকভাবে দলবদলে ইতি টানেন গোয়ার কং বিধায়করা। কিন্তু দলের রাশ আলগা হলে কী হয়, তার প্রমাণ পদে পদ মিলছে শতাব্দী প্রাচীন দলের ক্ষেত্রে। রাহুল গান্ধীর উদ্যোগে কংগ্রেস ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সেই সময়ই দল ছেড়ে বিজেপিতে গেলে কংগ্রেসের ৮ বিধায়ক। গোয়া বিধানসভায় ৪০ আসনের মধ্যে ২০টি বিজেপির দখলে। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১জন। এই পরিস্থিতিতে ৮ জন বিধায়ক বিজেপিতে চলে যাওয়া কংগ্রেসের পক্ষে চাপের।
দুমাস আগে সোনিয়ার দূতের সঙ্গে বৈঠকের পরে গোয়ার বিক্ষুব্ধ নেতা মাইকেল লোবো আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন না তিনি। কিন্তু এরপরেই সুর বদল। সস্ত্রীক বিজেপিতে যোগ দিয়েছেন লোবা।
রাজনৈতিক মহলের মতে, ফের ঘোড়া কেনাবেচায় নেমেছে গেরুয়া শিবির। গণতান্ত্রিকভাবে নয়, টাকা ছড়িয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে চাইছে বিজেপি।