রাতভর দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমা। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, দাপট আরও বাড়ার পূর্বাভাস
বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছ।আর এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে । সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।







 
 
 
 
 
































































































































