বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতা করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জাতীয় সড়ক আটকে মানুষের সমস্যা তৈরি করে এভাবে কর্মসূচি করা যায় না। যা নিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও স্পষ্ট। এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলাকারী আইনজীবীর তরফে দ্রুত শুনানির আবেদনও করা হয় আদালতে।

আজ, মঙ্গলবার সকাল থেকেই বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে জমায়েত করেন নেতা-কর্মী-সমর্থকরা। এর জেরে যানজট তৈরি হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বড়রাস্তা ও জাতীয় সড়কগুলিতে। নাজেহাল নিত্যযাত্রীরা। আটকে যায় এম্বুলেন্সও।
জনজীবন বিপর্যস্ত করে ও জাতীয় সড়ক অবরোধ করে হাইকোর্টে মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আবেদন, এ নিয়ে হস্তক্ষেপ করুক আদালত, এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেন আবেদনকারী। তাঁর এই আর্জি পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।












































































































































