বিশ্বের সবথেকে সুন্দর ও মূল্যবান বাড়িগুলির কথা বলতে গেলে অনেকেই হয়ত উত্তর দেবেন মুকেশ আম্বানীর বাড়িটিকে। তবে জেনে রাখা ভালো মুম্বইয়ে অবস্থিত মুকেশ আম্বানির বাড়ি ২৭ তলা হলেও বাকিংহাম প্যালেসের ধারেকাছেও সেটি আসে না।

আরও পড়ুন:এ বার দুধের কন্টেনারে মিলল কয়লা! চক্ষু চড়কগাছ পুলিশের
বাকিংহাম প্যালেস লন্ডনে অবস্থিত আর এই বাড়ির গার্ডেনটি লন্ডনের সবচেয়ে বড় প্রাইভেট গার্ডেন।এছাড়াও প্যালেসটি অর্থ্যাৎ রাজপ্রাসাদটি এতটাই সুন্দর যে তার প্রতিটি আনাচেকানাচে নজরকাড়া। রাজপ্রাসাদের ভিতরে বহুমূল্যের বিলাসবহুল আসবাব থেকে শুরু করে সুন্দর সুন্দর জিনিস। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই রাজবাড়িতে ৭৭৫টি কক্ষ রয়েছে। যার মধ্যে ৫টি কক্ষ রাজকীয় কক্ষ। আর বাকিংহাম প্যালেসে ৩৫০টি ঘড়ি রয়েছে। এছাড়া আপনি জেনে অবাক হতে পারেন যে এই বাড়িতে ৪০ হাজার বাল্ব ব্যবহার করা হয়। বাড়িটিতে প্রায় ১৫১৪টি দরজা রয়েছে।

১৭০৩ সালে নির্মিত হয়েছিল এই রাজপ্রসাদটি। অর্থ্যাৎ বাড়িটির বয়স এখন ৩১৯ বছর। গার্ডেন, সেভেন স্টার হোটেল থেকে এটিএম মেশিন কি নেই সেখানে? পুরো বাড়িটিকেই একটি শহর বলা চলে। তবে এগুলি শুধুই রাজপরিবারের সদস্যদের জন্য উপভোগ্য।









































































































































