প্রধানমন্ত্রী(Prime Minister) থাকাকালীন এতদিনে যে সমস্ত উপহার নরেন্দ্র মোদি(Narendra Modi) পেয়েছেন সেই সমস্ত উপহার এবার নিলামে বিক্রির সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই নিলাম। রাজনীতিবিদ ক্রীড়াবিদ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহার সামগ্রী বিক্রি হবে নিলামে। এখান থেকে যা আয় হবে সেটা ব্যবহার করা হবে নমামি গঙ্গা প্রকল্পে(Namami Ganga project)।

জানা গিয়েছে, অনলাইনে সম্পন্ন হবে এই নিলাম প্রক্রিয়া। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের মহাপরিচালক অদ্বৈত গাদানায়েক জানিয়েছেন,
https://pmmementos.gov.in/#/
-এর মাধ্যমে নিলাম প্রক্রিয়াটি পরিচালনা করা হবে। নিলাম প্রক্রিয়া শেষ হবে ২ অক্টোবর। তিনি জানান, সাধারণ মানুষ, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার নিলাম করা হবে। এক-একটি জিনিসের নিলামের মূল্য ১০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। তালিকায় রয়েছে বিজেপির মুখ্যমন্ত্রীদের দেওয়া বহু উপহার। যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির মূর্তি, যোগী আদিত্যনাথের দেওয়া হনুমান মূর্তি, এনসিপি নেতা অজিত পাওয়ারের দেওয়া কোলাপুরের দেবী মহালক্ষ্মীর মূর্তি সহ আরো বহু কিছু।
এবারের নিলামটি প্রধানমন্ত্রী মোদির উপহার নিলামের ক্ষেত্রে চতুর্থতম। এবারের নিলামে টি শার্চ, বক্সিং গ্লাভস, জ্যাভলিন এবং পদক জয়ী খেলোয়াড়দের সই করা ক্রীড়া সরঞ্জাম। এছাড়াও রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্পের নানা নিদর্শন। রয়েছে ঐতিহ্যবাহী বস্ত্র, শাল, হেড গিয়ার, তলোয়ার। নিলাম হতে যাওয়া উপহার সামগ্রির তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দির, বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপিও।















































































































































