শ্রীরামপুরের কাটা গলাপোলের কাছে শুটআউট। অল্পের জন্যে প্রাণ বাঁচলেন পুরসভার অস্থায়ী কর্মী। রবিবার, কাজ সেরে কাটা গলাপোল দিয়ে প্রভাসনগরে নিজের বাড়ি ফিরছিলেন শ্রীরামপুর (Shrirampur) পুরসভার অস্থায়ী কর্মী অনিল চৌধুরী (Anil Chowdhury)। অভিযোগ, সেই সময় অপূর্ব বাগ (Apurba Bag) নামে এক দুষ্কৃতী বাইকে করে গিয়ে তাঁর পথ আটকায়। রিভলবার অনিলের কোমরে ঠেকায় এবং গুলি চালায় কিন্তু সৌভাগ্যবশত গুলিটি রিভলবার থেকে বেরোয়নি। ফলে প্রাণে বেঁচে যান অনিল। এরপর অনিল নিজেকে বাঁচাতে অপূর্বর হাতে জোরে টানাটানি করলে অপূর্বর হাত থেকে রিভলবারটি পড়ে যায়। আক্রান্তের চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে অপূর্বকে ধরে ফেলে।
অভিযোগ পেয়ে অপূর্বকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যপবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন কাউন্সিলর পিন্টু নাগ ও সন্তোষকুমার সিং।













































































































































