মঙ্গলবার বঙ্গ বিজেপির নবান্ন অভিযান। এই কর্মসূচিতে এবার বামেদের সামিল হওয়ার আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর সেই আবেদন পত্রপাট খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নবান্ন অভিযানে তাহলে কি লোক জমায়েত করতে পারছে না বিজেপি, সেই কারণেই বামেদের ডাকছেন শুভেন্দু? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
নবান্ন অভিযানের প্রচার সভায় বামেদের বন্ধু সম্মোধন করে শুভেন্দু বলেন, “১৩ সেপ্টেম্বর যেটা হতে চলেছে স্বাধীন ভারতের ৭৫ বছরে এমন দৃশ্য বাংলার বুকে আগে কেউ দেখেনি। তাই বামপন্থী বন্ধুদের বলবো, সিজিও কমপ্লেক্সে গিয়ে আন্দোলন করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি সত্যি উৎখাত করতে চান তাহলে আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন। এই সরকারকেনউৎখাত করতে গেলে বিজেপির সঙ্গে যৌথভাবে নবান্ন অভিযানই একমাত্র রাস্তা”।
যদিও শুভেন্দু অধিকারীর এই আহ্বানকে পাত্তাই দিল না বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী পাল্টা শুভেন্দুকে প্রশ্ন করে বলেন, “আন্দোলন কীভাবে আর কোন পথে করতে হয় সেটা বিজেপির থেকে বামেরা শিখবে না। আন্দোলনের রাস্তা তো বামপন্থীরাই দেখিয়েছে। সেই পথই এখন অনুকরণ করছে অন্য বিরোধীরা”!














































































































































