রবিবার ফাইনালে পাকিস্তানকে (Pakiatan) হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা (Srilanka)। রবিবার ফাইনালে বাবর আজমদের ২৩ রানে হারায় লঙ্কানরা। আর এই জয়ের পর শ্রীলঙ্কার প্রশংসা করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বললেন, আমরা ওদের চেপে ধরেছিলাম। তারপরেও দুর্দান্ত ব্যাটিং করে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা।

ফাইনালে হারের পর বাবর আজম বলেন, “অভিনন্দন শ্রীলঙ্কাকে দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য। আমরা প্রথম আট ওভারে আধিপত্য বিস্তার করেছিলাম, কিন্তু ওরা যে লড়াই করেছে, তা বিস্ময়কর ছিল। এটি একটি ভালো উইকেট ছিল এবং দুবাইয়ে খেলা সব সময়ে ভালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করিনি। বল হাতে আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু ১৫-২০ অতিরিক্ত রান দিয়েছিলাম এবং শেষটা ভালো করতে পারিনি।”
এর পাশাপাশি তিনি আরও বলেন,” আমরা ওদের চেপে ধরেছিলাম। তার পরেও দুর্দান্ত ব্যাটিং করে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। আমরা অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি, যেগুলি থেকে আমাদের শিখতে হবে। ফাইনালে ভুল করাটা কমাতে হবে। আমাদের মিডল অর্ডার ভালো খেলেনি। তবে ব্যক্তিগত কিছু পারফরম্যান্স, যেমন- মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মহম্মদ নওয়াজ আমাদের জন্য ইতিবাচক ছিলেন। উত্থান-পতন থাকবে, তবে আমরা যদি কম ভুল করি তা হলে ভালো হবে।”
আরও পড়ুন:ইউএস ওপেন চ্যাম্পিয়ন ১৯-এর কার্লোস আলকারাজ















































































































































