রাজ্যের মুকুটে নয়া পালক। বাংলার শিক্ষাব্যবস্থাকেও স্বীকৃতি দিল কেন্দ্রের NCERT। অনান্য রাজ্যের তুলনায় পারফরম্যান্স বা মেধার ভিত্তিতে শীর্ষে বাংলার পড়ুয়ারা। শিক্ষামন্ত্রকের নয়া এই সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। রাজ্যের এই পারফরম্যান্সে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রীও। একটি টুইটবার্তায় রাজ্যের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:গরু পাচার কাণ্ড, শুভেন্দু সম্পর্কে জানতে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি সিআইডির

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, খুব আনন্দ ও গর্বের সঙ্গে আমি জানাচ্ছি যে পড়ুয়াদের গ্লোবাল প্রফিশিয়েন্সি লেভেলের উপরে দেশের যে সব রাজ্য, রয়েছে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।”
পাশপাশি মুখ্যমন্ত্রী আরও একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “সম্প্রতি এনসিইআরটি-র সমীক্ষায় এটি উঠে এসেছে এবং এটি প্রকাশ করেছে দেশের শিক্ষা মন্ত্রক। সব পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি। শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা যেন আমাদের কোনওদিন থেমে না যায়।”
শিক্ষামন্ত্রকের তরফে NCERT একটি সমীক্ষা করে। তাতেই দেখা যায়, দেশের মধ্যে শ্রেষ্ঠস্থান অধিকার করেছে বাংলা। আন্তর্জাতিক দক্ষতার সূচকের নিরিখে সংখ্যাতত্ত্বে (Foundational numeracy) বাংলার পড়ুয়াদের মেধাবৃত্তি অনেকটাই বেশি। রিপোর্টটি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রক।









































































































































