টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে স্বস্তির খবর ভারতীয় দলে (India)। ফিটনেস পরীক্ষায় পাশ করলেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেল। এদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় হয় দু’জনের। সেই পরীক্ষায় পাশ করেছেন দুই জোরে বোলার। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা দুই ক্রিকেটারের শারীরিক সক্ষমতার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন। যার ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপে এই দুই বোলারকে পেতে অসুবিধা হবেনা রোহিত শর্মার।
একাধিক ক্রিকেটারের চোট-আঘাতের সমস্যা থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পযর্ন্ত আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি। এশিয়া কাপে ক্রিকেটারদের পারফরম্যান্সও দেখে নিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচকরা। এদিকে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। চিন্তা বাড়িয়েছেন তাঁদের। তবে বুমরাহ-হর্ষল প্যাটেল সুস্থ হওয়ায় নির্বাচকদের দল বেছে নিতে সুবিধা হবেই বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ১৫ অথবা ১৬ সেপ্টেম্বর টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন হতে পারে। সে দিনই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলও নির্বাচন করা হবে। জানা যাচ্ছে, বিশ্বকাপের দলে যাঁরা মূলত থাকবেন তাঁদের নিয়েই এই দুই প্রস্তুতি সিরিজের দল গঠন হতে পারে।
এশিয়া কাপে জোরে বোলিং নিয়ে সমস্যায় পড়েছিল ভারতীয় দল। সমস্যার কথা মেনে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। তাই বুমরাহ, হর্ষল সুস্থ হয়ে যাওয়ায় টি-২০ বিশ্বকাপে সেই সমস্যা মিটবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন:রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত সচিনদের