মরাণাপন্ন বাবাকে অঙ্গদান করতে চায় নাবালক ছেলে। কিন্তু বাধা আইন। ভারতীয় আইন অনুযায়ী, জীবিত অবস্থায় ১৮ বছরের কম বয়সী কেউ অঙ্গদান করতে পারে না। সেই কারণেই বাবাকে লিভার দানের অনুমতি পায়নি উত্তরপ্রদেশের (Uttarpradesh) নয়ডার (Noida) ১৭ বছরের কিশোর। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ সে।

দীর্ঘদিন ধরেই ওই নাবালকের বাবা লিভারের কঠিন অসুখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসক জানান, পরিবারের কেউ লিভারের অংশ দান করলে বেঁচে যেতে পারেন তিনি। পরিবারের মধ্যে এতমাত্র ১৭ বছরের ছেলের সঙ্গে তার বাবার লিভার ম্যাচ করে। ছেলেও লিভারের একটা অংশ বাবাকে দিতে ইচ্ছুক।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আইন। ফলে ওই নাবালকের লিভার প্রতিস্থাপনের অনুমতি দেয়নি উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই নাবালককে। প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ এ নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ দিয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।















































































































































