Weather: সাগরের শক্তি বাড়াল নিম্নচাপ, কয়েক ঘণ্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি

0
2

আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সোমবার কলকাতায় বৃষ্টির (Rain) তীব্রতা বাড়বে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আজ শনিবার এবং আগামিকাল অর্থাৎ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

 

গত কয়েকদিনের তীব্র রোদ আর ভ্যাপসা গরমের জেরে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ভাদ্র মাসের চড়া রোদে যখন শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি, তখনই সবটা ভেস্তে দিতে চলেছে বৃষ্টি। মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) জানিয়েছেন, আগামী ৩৬ ঘণ্টায় নিম্নচাপ আরও গভীর হবে ফলে আজ অর্থাৎ ১০ তারিখ থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, এই দুই জেলায় দু’একটা জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার কলকাতায় তুমুল বৃষ্টির সম্ভাবনা।