একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ

0
3

একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার (Australia)একদিনের ও টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। শনিবার এমনটাই নিজেই জানালেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের পরে আর অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলবেন না তিনি। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-২০ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ।

অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ফিঞ্চ বলেন, “বেশ কিছু ভাল মুহূর্তের সাক্ষী থেকেছি। দুর্দান্ত একটা দলের অংশ হতে পেরে গর্বিত। এবার সময় এসেছে নতুন একজন নেতার। যার নেতৃত্বে সামনের বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভাল ফল করতে পারবে। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার টি-২০ দিকেই সম্পূর্ণ নজর দিতে চান ফিঞ্চ। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ফিঞ্চের নেতৃত্বেই ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৪টি ম্যাচে ৫৪০১ রান করেছেন ফিঞ্চ। গড় ৩৯.৪২। ১৭টি শতরান রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে শতরানের তালিকায় রিকি পন্টিং (২৯), ডেভিড ওয়ার্নার (১৮) ও মার্ক ওয়ের (১৮) পরেই রয়েছেন তিনি।

আরও পড়ুন:শতরানের পরই পাক-ভক্তকে বিশেষ উপহার বিরাটের