চিটফান্ড মামলায় পাঁচ দিনের জেল হেফাজত শেষ ধৃত রাজু সাহানির। আজ, বৃহস্পতিবার তাঁকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে। আজ সকাল ৯টায় সিবিআই দফতর থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে বিধাননগরে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় রাজু সাহানির। তারপর আসানসোলের উদ্দেশে তাঁকে নিয়ে রওনা হন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন:ধৃত রাজু সাহানির ৫ দিন সিবিআই হেফজতের নির্দেশ আসানসোল আদালতের
গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে সিবিআই। এরপর শনিবার তাঁকে আদালতে তোলা হলে সাতদিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল।তবে তাঁকে আসানসোলের সিবিআই আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেছিল। আজ ফের তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন আদালতে আরও কী কী তথ্য সামনে আনা হয়, সেদিকেই নজর রয়েছে।
প্রসঙ্গত, আগেরবার আসানসোল আদালতে পেশ করার আগে ক্যামেরার সামনে মুখ খোলেন রাজু সাহানি। দাবি করেন, বেআইনি কোনও কিছুর সঙ্গেই যুক্ত নন তিনি। যদিও এই কাণ্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই । এদিকে এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ খুঁজে পায়নি সিবিআই।