আজ, দিল্লিতে ঢেলে সাজানো সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে রাজধানী দিল্লির “রাজপথ”র নাম বদলে “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক ঘোষণা করবেন মোদি। আর এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কটাক্ষ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের নাম রাখা হোক “কিংকর্তব্যবিমূঢ় মঠ”!
একটি টুইটে মোদিকে খনছে দিয়ে মহুয়া মৈত্র জানান, কেন্দ্র রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ রাখছে। তাই তিনি আশা করছেন, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের নাম হবে “কিংকর্তব্যবিমূঢ় মঠ”। যা নিয়ে তিনি সুকুমার রায়ের হযবরল থেকে উধৃতি দিয়েছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর বর্তমান বাসভবন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে সাউথ ব্লকের পিছনে স্থানান্তরিত হবে।
এর আগেও মহুয়া বিজেপি তথা মোদিকে কটাক্ষ করেছিলেন। টুইটে লিখেছিলেন, “আমাদের সংস্কৃতি পরিবর্তন করাই কি বিজেপির একমাত্র দায়িত্ব? তাদের উন্মাদনায় কি আমাদের ঐতিহ্যের ইতিহাস নতুন করে লেখা হবে?”
আরও পড়ুন:অনুব্রত জেলে, এবার দেখব কার কত কব্জির জোর!” বীরভূমে উস্কানিমূলক বক্তব্য দিলীপের