ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন কমিটি ঢেলে সাজাচ্ছে তৃণমূল। কিন্তু সেই কমিটি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অসন্তোষ দেখা দিয়েছে। সেই কথাও তৃণমূল সুপ্রিমোর কানে পৌঁছেছে। তৃণমূলের (TMC) সাংগঠিক বৈঠক থেকে সেই সম্পর্কে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, কয়েকটি কমিটি নিয়ে অসন্তোষ আছে। দলের নেতৃত্ব কিছু ক্ষেত্রে কথা বলে সেই ক্ষোভ মিটিয়েছেন। সেগুলি নিয়ে এখনও সমস্যা আছে, তার সমাধানে স্বয়ং হস্তক্ষেপ করবেন মমতা। তিনি বলেন, সুব্রত বক্সি (Subrata Baksi), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম (Firad Hakim) ও অরূপ বিশ্বাস (Arup Biswas)কে নিয়ে তিনি আলোচনা করে বিষয়গুলি মেটাবেন।
একই সঙ্গে ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের জেলার নেতৃত্বকে জেলায় ঘুরে সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন মমতা। জানান, কিছুদিনের মধ্যেই তমলুকে গিয়ে প্রশাসনিক ও দলীয় বৈঠক কবেন তিনি। একই সঙ্গে তৃণমূলের গ্রিভেন্স সেল দলের নেতা-কর্মীদের অভিযোগ খতিয়ে দেখবে বলেও জানান নেত্রী।
অধিবেশন থেকে কয়েকজন নেতা-নেত্রীকে নিজেদের জায়গায় নির্দিষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মমতা বলেন, ‘‘করিমপুর আর মহুয়ার জায়গা নয়। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার লোকসভা নিয়ে থাকো।’’