বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোরের সাংগঠনিক অধিবেশন থেকে তৃণমূলের (TMC) নেতা-কর্মীদের উদ্দেশ্যে লড়াইয়ের বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী কী বার্তা দিলেন মমতা-
- কল্যাণের বক্তৃতা আমাকে আগের কথা মনে করিয়ে দেয়।
- অভিষেক ভালোই বলে, ও ডেয়ার ডেভিল।
- দলের কর্মীরা আমাদের সম্পদ, সেই কারণেই দলটার নাম তৃণমূল।
- তৃণমূলের বইগুলি পড়বেন, সব ইতিহাস লেখা আছে।
- আমার ২১দিন ধর্নার পরেই জেলবন্দিদের মৃত্যুতে পরিবারকে সাহায্য, মানবাধিকার-এই সব দাবি আদায় করেছি।
- ৩৪ বছর সিপিএমের বিরুদ্ধে অপরিসীম লড়াই করেছি।
- অভিষেকের সঙ্গেও আমায় লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মিডিয়া, আমাদের ভাঙা এতো সহজ নয়।
- সব নির্বাচনের আগেই কেষ্টকে নজরবন্দি করে দেয়, এখন জেলবন্দি করেছে।
- কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমের বিধায়ক-সহ নেতারা ৩গুণ লড়াই করবেন।
- কেষ্ট বেরলে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবেন।
- সিপিএমের হার্মাদরাই এখন বিজেপি-র জল্লাদ।
- নিহত সিংহের চেয়ে আহত সিংহ বেশি মারাত্মক।
- লড়াইয়ের পাল্টা লড়াই হবে।
- বুলেট ট্রেনের থেকেই দ্রুত মিথ্যে চালাচ্ছে কেন্দ্র।
- ভাবছে তৃণমূলের স্ট্রং লিডারদের গ্রেফতার করে ভাবছে দলকে ভয় দেখাবে।
- দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচনে সঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে।
- হাসিনাদি নিজে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু কেন্দ্র দিল না, অত ভয় কিসের!
- আমাকে বিদেশ থেকে আমন্ত্রণ জানালে কেন্দ্র আটকে দেয়।
- বাংলার বাড়ির টাকা কেন্দ্র দিচ্ছে না, দলীয় এমপি-এমএলএ তহবিলের টাকা দিন।
- রাজনীতির একটা বড় কাজ মানুষকে ভালবাসা।
- তৃণমূলের ৯৯.৯% শতাংশ নেতা-কর্মী সৎ।
- দু-একজন লোক অসৎ হলে পুরো দলটাকে চোর বলা হচ্ছে।
- মধ্যপ্রদেশে কেলেঙ্কারিতে ৫৪জন আত্মঘাতী হয়েছে।
- সিপিএম-এর সময়কার ফাইল পুড়িয়ে দিয়েছে।
- বাংলায় প্রচুর শিল্প হচ্ছে, হচ্ছে কর্মসংস্থান।
- সোমবার ১০হাজার ছেলেমেয়ে নিয়োগপত্র পাবে।
- সামনে পুজো আসছে, উৎসব সবাই ভালো ভাবে পালন করবেন।
- সামনে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্ট সংশোধন হবে।
- যে কমিটিগুলিতে মতবিরোধ রয়েছে মমতা, সুব্রত, অভিষেক, ফিরহাদ, অরূপ বসে বিষয়গুলি বিবেচনা করবেন।
- দলের ছোটরা বড়দের সম্মান দিয়ে চলতে হবে, তৃণমূলে লবি করে টিকিট পাওয়া যায় না।
- কোনও মন্ত্রী-বিধায়ক লেটারহেডে চাকরির সুপারিশ করে চিঠি লিখবেন না।
- কাউন্সিলররা মেয়রদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন।
- যদি কোনও কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসে, তাঁকে সতর্ক করা হবে, না শুনলে নাম কাটা যাবে
- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে নেতাদের এলাকায় বেশি করে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
- তমলুকে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
- মহিলারা ভালো কাজ করছেন।
- আমার কাছে কোনও ভেদাভেদ নেই, সব ধর্ম সমান : মমতা
- বিজেপি-র এজেন্সি চাই না, চাকরি চাই: স্লোগান বেঁধে দিলেন মমতা
- আর কদিন পরে ব্যাঙ্কটাও বন্ধ করে দেবে কেন্দ্র
- সব কিছু বেচে দিচ্ছে কেন্দ্র
- বিজেপি এখন সিপিএম-কে টাকা দিচ্ছে
- এখন আমি, হেমন্ত, নীতিশজি, অখিলেশ-সহ বন্ধুরা এক
- কর্মীদের উপর দূরবীণ দিয়ে নজর রাখছে দল