সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস রায়ের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়। বরাহনগরের তৃণমূল বিধায়কের একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল গাভাস্করের মতো ব্যাটে রান থাকতে থাকতে ক্রিজ ছাড়তে হয়। তাতে সম্মান থাকে। নতুনদেরও সুযোগ করে দেওয়া যায়। তাঁর এমন বক্তব্যের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি রাজনীতি ছাড়ছেন তাপসবাবু?

আরও পড়ুন: শুভেন্দুর জন্য বিজেপিতে মানসিক সমস্যায় দিলীপ ঘোষ! কেন এমন দাবি করলেন মদন

সেই রেশ কাটতে না কাটতেই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরেক বর্ষীয়ান নেতা তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনিও এবার রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন। বললেন, ২০২৬ সালের পর আর ভোটে দাঁড়াবেন কিনা, তা ভেবে দেখতে হবে।
মদন মিত্রের কথায়, “আপাতত ২০২৬ সাল পর্যন্ত বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। আমার মতো সকলকেই ভাবতে হবে আর ভোটে দাঁড়ানো উচিত কিনা।আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতিদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।”
এখানেই শেষ নয়। জল্পনা উসকে মদন মিত্র বলেন, “আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।”
এরপরই মিত্রের রাজনীতি থেজে অবসরের জল্পনা জোরদার হয়েছে। তাহলে কি রাজনীতিকে আলবিদা জানাতে চলেছেন বহু লড়াই-আন্দোলনের সাক্ষী বর্ষীয়ান নেতা মদন মিত্র? উত্তর দেবে সময়!









































































































































