বাগুইআটির দুই কিশোরের অপহরণ-খুনের ঘটনায় ভর্ৎসিত বিধাননগরের পুলিশ কমিশনার। পাশাপাশি পুলিশের উঁচুতলার সঙ্গে নীচুতলার সঙ্গে সমন্বয়ের অভাব নিয়েও বুধবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালেই সমস্ত এসপি ও সিপিদের (SP-CP) নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন রাজ্য পুলিশের ডিজি (DG) মনোজ মালব্য (Manoj Malabya)।
আরও পড়ুন: বাম আমলের দুর্নীতির নথি পাওয়া যায় না: তীব্র ভর্ৎসনা মমতার
বৈঠকে ডিজি বলেন, বাগুইআটির মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সব রকম পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রী সমন্বয়ের অভাবের কথা বলার পরের দিনই পুলিশের মধ্যে যোগাযোগ রাখার বার্তা দেন মনোজ মালব্য।
কী কী বার্তা সমন্বয়-বৈঠকে
• এসপিদের সব সময়ের জন্য থানাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
• এসপিদের মাঝে মধ্যেই জেলার ওসি/আইসিদের সঙ্গে বৈঠক করতে হবে।
• এসপিদের মাঝে মধ্যেই থানায় সারপ্রাইজ ভিজিট করতে হবে।
• যে কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিতে হবে ওসিদের/আইসিদের।
• বড় ঘটনা ওসি/আইসিদের উপর মহলে জানাতে হবে।
সামনে দুর্গাপুজো। উৎসবের সময় কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসপিদের দিয়েছেন ডিজি।