Corona Update: বাড়ল সংক্রমণ, উৎসবের প্রাক্কালে করোনার দাপট

0
3

এক ধাক্কায় দৈনিক সংক্রমণ গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। করোনা (Corona) নিয়ে ফের চিন্তা বাড়ল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)। গত কয়েকদিন ধরে যেভাবে করোনা নিয়ে টেনশন কম ছিল সেখান থেকে দাঁড়িয়ে গত ২৪ ঘন্টার রিপোর্টে অনেকটাই বদলে গেল ছবি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য এবং পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৫ জন। যা গত কয়েক দিনের তুলনায় সামান্য হলেও বেশি।

করোনার দাপটে গত দুবছর ধরে উৎসবের মরশুম সেভাবে উপভোগ করতে পারেন নি দেশবাসী। ভ্যাকসিনের ভরসায় পরিস্থিতি আগের থেকে অনেকটাই বদলেছে। তাই এবছরের পুজো বা উৎসবে করোনা সংক্রান্ত বড় কোনও বিধি নিষেধ নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়েই উৎসব পালন করা বাঞ্ছনীয়। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ২০৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার ৩৪২। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের, জানিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের। সারা দেশে এখনও পর্যন্ত করোনার মারণ থাবায় প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৯০ জন ।