রাজ্যের মুকুটে নয়া পালক: AITT-তে সেরা বাংলা, টুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

0
1

বাংলার মুকুটে ফের যুক্ত হল নয়া পালক। এবার অল ইন্ডিয়া ট্রেড টেস্টে (AITT) বা সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় সর্বশ্রেষ্ঠ পাস আউট রেট পেল পশ্চিমবঙ্গ(West Bengal)। সারা ভারত থেকে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী এই অল ইন্ডিয়া ট্রেড টেস্টে অংশগ্রহণ করেন। যার মধ্যে বাংলার পাশ আউট হার প্রায় ৯৭.৮ শতাংশ। যা জাতীয় গড় ৮৮.৭ শতাংশের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইট করে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এদি টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলার সাফল্যের মুকুটে আরও একটি নয়া পালক যুক্ত হল। আল ইন্ডিয়া ট্রেড টেস্টে অংশ নেওয়া ১০ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে পাশের হারে সেরার শিরোপা পেয়েছে বাংলা। সর্বভারতীয় স্তরে মোট ৮৮.৭ শতাংশ পাশের হারের মধ্যে বাংলার পাশের হার ৯৭.৮ শতাংশ।” ভারত সরকারের ট্রেনিং ডিরেক্টরেট এই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পরিচালনা করে। রাজ্যের প্রায় ৭৬টি পরীক্ষা কেন্দ্রে প্রতিনিধি পাঠিয়ে রাজ্যের পরীক্ষার্থীদের সিবিটি পরীক্ষা নিয়েছিল ট্রেনিং ডিরেক্টরেট।” পাশাপাশি তিনি আরও লেখেন, “এই প্রতিযোগিতায় সফল প্রত্যেক পরীক্ষার্থীকে আমার অভিনন্দন। বিনা বাধায় বাংলার অগ্রগতি নিশ্চিত হোক।”

 

উল্লেখ্য, সর্বভারতীয় পরীক্ষায় বাংলার এই সাফল্য উচ্চশিক্ষায় রাজ্যের পড়ুয়াদের আরও উৎসাহিত করবে বলে মনে করছে রাজ্য সরকার। সম্প্রতি শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের কৃতি পড়ুয়াদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে। পয়সা আজ আছে, কাল নেই। নৈতিক চরিত্র গঠন করুন। স্কিল এডুকেশনে আমরা এক নম্বর।” মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর এবার এই সাফল্য নিশ্চিতভাবে রাজ্যবাসীর জন্য আনন্দের।