দুই কিশোরের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। মর্মাহত মুখ্যমন্ত্রী। বাগুইহাটি থানার ওসি-কে ক্লোজ করা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন এলাকার কাউন্সিলর ব্যস্ত নিজের জন্মদিন পালনে। বাগুইআটির যে দুই কিশোর খুন হয়েছে তার মধ্যে একজন- অভিষেক নস্করের বাড়ি আট নম্বর ওয়ার্ডে। আর সেই ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল (Suparna Ghosh Paul) সাড়ম্বরে নিজের অফিসে বসে কেক কেটে জন্মদিন পালন করছেন! দুই কিশোরের মৃত্যু ভুলে দিব্যি আনন্দে মেতে আছেন সুপর্ণা। জন্মদিন পালনের অধিকার নিশ্চয়ই তাঁর আছে। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে কীভাবে এলাকায় এরকম এক মর্মান্তিক ঘটনার পরে কার্যালয় বসে বার্থডে (Birthday) সেলিব্রেট করতে পারেন? বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

সারা পাড়া শুধু নয়, সারা রাজ্যে দুই কিশোরের মর্মান্তিক পরিণতিতে শোকাহত। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এমনকী, বুধবার প্রশাসনিক বৈঠক থেকেও পুলিশের অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধির শোকাহত পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোটাই কর্তব্য। অথচ সেটা না করে, স্থানীয় কাউন্সিলর রীতিমতো কেক কেটে জন্মদিন পালন করছেন! তাও আবার শুধু বাড়িতে পরিবারের লোকেদেরকে নিয়েই নয়, নিজের কার্যালয় বসে অন্যান্য কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয়রা। নিন্দা সব মহলে।












































































































































