বাগুইআটি জোড়া খুন কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। নিহত অতনু দে আসক্ত ছিল অনলাইন গেম। এই গেম খেলতে সে এতটাই পারদর্শী ছিল যে, সেখান থেকে ফি-দিন প্রচুর টাকা রোজগার করতো সে। এখন দশম শ্রেণীর ছাত্র অনলাইন গেম থেকে মুঠো মুঠো টাকা রোজগার করত তার মা-বাবার অজান্তেই। তবে এই খবর জানতো অতনুর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।
গেম খেলে সেই বিরাট রোজগার থেকে দামি বাইক কেনার পরিকল্পনা করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী অতনু। মাত্র ১৬ বছর বয়সেই লক্ষাধিক টাকার মালিক হয়ে গেছিল অতনু। তার পাড়ার বন্ধুদের থেকে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এই বিপুল টাকা রোজগারের খবর কি অপহরণকারী বা আততায়ীদের কাছে ছিল? সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। কারণ, অতনুর মতো একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে মুক্তিপণের জন্য কেন অপহরণ করা হবে? দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করছে পুলিশ।
অতনুর ঘনিষ্ঠ বন্ধুদের দাবি, গত ২২ আগস্ট ৫০ হাজার টাকা সঙ্গে করে নিয়েই বেরিয়েছিল অতনু। নতুন বাইক নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। বন্ধুদের দাবি, অতনুর পকেট এতটাই ভর্তি থাকতো যে সে রাস্তার ভিখারিকেও ১০০/২০০ টাকা অনায়াসে দিতে দ্বিধা করতো না। আবার অতনুর বাবার দাবি, তিনি ছেলেকে কখনও প্রয়োজনের বেশি হাতখরচ দিতেন না। তাহলে পকেট ভর্তি টাকা সে কোথায় পেতো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পুলিশ জানতে পারে অতনুর অনলাইন গেমের নেশা ও লক্ষ লক্ষ টাকা উপার্জনের গল্প।
আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত ভোট, দত্তফুলিয়ায় বিজেপি ও সিপিএমকে ধুয়ে দিলেন কুণাল