বাগুইআটিতে দুই দশম শ্রেণির ছাত্রের অপহরণ ও খুনের ঘটনায় পুলিশি গাফিলতি নিয়ে প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গাফিলতির অভিযোগে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ ও তদন্তকারী অফিসারদের।
তারও আগে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়েছেন। এমন ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত। তিনি নিজে বিষয়টি দেখছেন। প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।
এরপরই তড়িঘড়ি বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার ও মন্ত্রী সুজিত বসু নিহত কিশোরের বাড়িতে যান। প্রতিম সরকার বলেন, “সিআইডি এসেছে। ওরা তদন্তভার নিয়েছে।”
প্রসঙ্গত, বুধবার নিহত কিশোর অতনুদের বাড়িতে আসেন মন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি-সহ তৃণমূল নেতৃত্ব। সুজিত বসু আসার পর এলাকার মানুষের ক্ষোভ কিছুটা কম হতে দেখা যায়।
আরও পড়ুন- বিধানসভার বিএ কমিটির বৈঠকে আমন্ত্রিত জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়