জেল হেফাজত শেষ, আজ ফের অনুব্রতকে আদালতে পেশ

0
3

১৪ দিনের জেল হেফাজত শেষ। আজ, বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে।ভার্চুয়াল শুনানির যে আবেদন করা হয়েছিল সংশোধানাগারের পক্ষ থেকে সিবিআই আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন। সুতরাং আজ আসানসোল সিবিআই আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে অনুব্রতকে।

আরও পড়ুন:Anubrata Mondal: নিরাপত্তার কারণে অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানির আবেদন

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে বারবার জিজ্ঞাসাবাদের পরও কোনও যোগাযোগ পাননি। এ ব্যাপারে মঙ্গলবারও অনুব্রত মণ্ডলকে জেলেই জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা  অনুব্রত মণ্ডলকে ২০টি প্রশ্ন করেন। আগেরবার সংশোধনাগারে জেরা পর্ব নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এদিন তদন্তে অনুব্রত সহরকমভাবে সাহায্য করেছে বলেই  সিবিআই সূত্রের খবর।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই বোলপুরে সিবিআই-এর তৎপরতা বাড়ে।  জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতের কন্যা, অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী থেকে শুরু করে এক কাউন্সিলরকেও। যদিও সেখান থেকেও গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের যুক্ত থাকার কোনও কিনারা পায়নি সিবিআই।