পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হার ভারতের। মঙ্গলবার এশিয়া কাপে লঙ্কানদের কাছে ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। এই হারের ফলে এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার হজম করল ভারত।
সুপার ফোরের লড়াইয়ে ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে হেরে এশিয়া কাপে কার্যত বিদায়ের পথে রোহিত শর্মারা। ম্যাচে এদিন টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৮ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং রোহিত শর্মার। ৭২ রান করেন তিনি। ৩৪ রান করেন সূর্যকুমার যাদব। এদিনও ব্যর্থ কে এল রাহুল। ৬ রান করেন তিনি। ব্যর্থ বিরাট কোহলিও। শূন্য রান করেন বিরাট। ১৭ রান করেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন দিলশান মাদুশানকা। দুটি করে উইকেট নেন করুনারত্ন এবং শানাকা।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার পাথুম নিশঙ্কা এবং উইকেটকিপার কুশল মেন্ডিস।পাথুম করেন ৫২ রান। কুশল মেন্ডিস করেন ৫৭ রান। ৩৩ রানে অপরাজিত শানাকা। ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চ্যাহাল। একটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন:বুধবার এএফসি কাপে বাগানের সামনে কুয়ালালামপুর সিটি এফসি