বিষ খেয়ে আত্মহত্যা! তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

0
2

পঞ্চায়েত উপপ্রধানের (Panchayat Deputy Chief) মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বোলসিদ্ধি-কালীনগর গ্রামে। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের বোলসিদ্ধা-কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন দেবব্রত ভট্টাচার্য (Debabrata Bhattacharya)নামে ওই ব্যক্তি । রোজকার মতো সোমবার নিজের কাজে বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর তাঁর আর খবর পাওয়া যায় নি। পরবর্তীতে তাঁর বাড়ির লোকের কাছে খবর যায় যে তিনি বিষ খেয়েছেন। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি।

পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক ঘটনা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিশ বলছে ওই নোটে মৃত ব্যক্তি পঞ্চায়েত প্রধান মুন্নি বিবি ও শিক্ষক নেতা মইদুল ইসলামকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন। উল্লেখ্য দেবব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে প্রধানকে খুনের হুমকি ও প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার অভিযোগ তুলেছিলেন মইদুল ইসলাম ও মুন্নি বিবি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন মইদুল ইসলাম ও মুন্নি বিবি। মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।