সফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন জাড্ডু

0
1

সফল হল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অস্ত্রোপচার। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তিনি। সম্প্রতি এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে চোট পান জাড্ডু। যার ফলে এশিয়া কাপের মাঝ পথেই  ছিটকে যান রবীন্দ্র জাদেজা। সূত্রের খবর টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় জাদেজা লেখেন,” অস্ত্রোপচার সফল হয়েছে। আমার আশেপাশের একাধিক মানুষ এই কঠিন সময় আমাকে ভরসা জুগিয়েছে। বিসিসিআই, সতীর্থ, সাপোর্ট স্টাফ, ডাক্তার, সমর্থকরা সবসময় আমার সঙ্গে ছিল। এবং পরিবারের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। খুব দ্রুত রিহ্যাব শুরু করব। এরপর মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।”

গ্রুপ পর্বে প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করেন জাদেজা। ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে ১৫ রান দেন জাড্ডু। এরপরই চোটের কারণে ছিটকে যান তিনি। তাঁর বদলে দলে আসেন অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:বিরাট বার্তা কোহলির, ইঙ্গিত দিলেন কাদের মনে রাখা উচিত