একেবারে সিনেমার দৃশ্যের সাক্ষী থাকল ঝাড়খণ্ড (Jharkhand) ধানবাদ (Dhanbad)। মঙ্গলবার, সকালে ধানবাদের ব্যাঙ্ক মোড়ের কাছে মুথুট গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতি করতে যায় ৫ দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুষ্কৃতদের সঙ্গে গুলির লড়াই চলে পুলিশে। ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয়। দুজনকে ধরে পুলিশ। তবে আরও ২ দুষ্কৃতী পালিয়ে যায়।
বারবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে ধানবাদে। তবে, এদিন পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হয়। স্থানীয় সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ২ দুষ্কৃতী সংস্থার গ্রাহক সেজে এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক ডাকাতের মৃত্য হয়। দুজন ধরা পড়ে। তাদের রীতিমতো দড়ি দিয়ে বেঁধে ফেলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।