আরও ৫৪ জন টেট উত্তীর্ণকে পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0
2

প্রশ্ন ভুল থাকার কারণে বাড়তি নম্বর দেওয়ার ফলে বেড়েছে নম্বর। ফলে আরও ৫৪ জন টেট উত্তীর্ণকে পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। প্রশ্ন ভুল থাকার কারণে বাড়তি নম্বর দেওয়ার ফলে ওই চাকরি পাওয়ার যোগ্য। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৫৪ জনকে চাকরি দিতে নির্দেশ দিল হাই কোর্ট। ভবিষ্যতেও শূন্যপদের ওই ৫৪ জনের থেকে নিয়োগ করতে হবে।

২০১৪-এ টেট (TET) পরীক্ষায় বসেছিলেন বনলতা সমাদ্দার-সহ ৫৪ জন। প্রশ্নপত্রে ভুল থাকায়, যেসব পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই ৫৪ জনের নম্বর বাড়ে। কিন্তু তার সত্ত্বেও কেন নিয়োগ করা হল না, এ নিয়ে উচ্চ আদালতের মামলা করেন তাঁরা। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সুদীপ্ত দাশগুপ্ত জানান, ওই বাড়তি নম্বর পেলে তাঁরা টেট উত্তীর্ণ হবেন। ফলে তাঁদের চাকরি দিতে হবে। কারণ, বিজ্ঞপ্তি আনুযায়ী এই নিয়োগে প্রশিক্ষিতদের প্রাধান্য দেওয়া হবে। আর মামলাকারীরা সবাই প্রশিক্ষিত। কিন্তু প্রশিক্ষিত নন, এমন অনেককে চাকরি দেওয়া হয়েছে। ফলে এঁরাও চাকরি পাওয়ার যোগ্য। এই সওয়াল জবাবের প্রেক্ষিতেই মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।