প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে ছিটকে গেলেন ঋষি সুনক। কুর্সিতে বসলেন লিজ ট্রাস। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ। সোমবার লিজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য লিজ ট্রাসকে অভিনন্দন। আমার বিশ্বাস, আপনার নেতৃত্বে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে।”
Congratulations @trussliz for being chosen to be the next PM of the UK. Confident that under your leadership, the India-UK Comprehensive Strategic Partnership will be further strengthened. Wish you the very best for your new role and responsibilities.
— Narendra Modi (@narendramodi) September 5, 2022
আরও পড়ুন: ঋষি-কথায় কান দিল না ব্রিটেন, ২০ হাজারেরও বেশি ভোটে জয়ী লিজ ট্রাস
বিতর্কের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন বরিস জনসন। তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে ব্রিটেনের কনজারভেটিভ দলের অন্দরেই চলছিল ব্যাপক লড়াই। যার একেবারে চূড়ান্ত পর্বে লিজ ট্রাস বনাম ঋষি সুনকের লড়াই ছিল জমজমাট। তবে সময় যত এগিয়েছে, ততই পিছিয়ে পড়েছেন ঋষি। ফলাফলটাও স্পষ্ট হয়ে গিয়েছিল। তবুও মীরাক্যালের প্রত্যাশা করছিলেন সুনক। কিন্তু শেষবেলায় কোনও চমক মেলেনি। ২০ হাজারেরও বেশি ভোটে জিতে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস।মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। সুনক ৬০ হাজার ৩৯৯টি।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে লিজ টুইটারে লেখেন, ‘কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমাদের মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর আপনার আস্থা রাখায় আপনাদের ধন্যবাদ। আমি এই কঠিন সময়ে সকলকে নিয়ে, আমাদের অর্থনীতির বৃদ্ধি এবং দেশের প্রতিষ্ঠা দৃঢ় করতে সাহসী পদক্ষেপ করব।’
রক্ষণশীল দলের সিদ্ধান্ত মেনে পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিসের আনুষ্ঠানিক ইস্তফার মঙ্গলবার তাঁর স্থলাভিষিক্ত হবেন লিজ। মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন তিনি।