বাধ্য করা হয়েছিল তাঁকে জাতীয় দলের নেতৃত্বে ইস্তফা দিতে, শিক্ষক দিবসের দিন একটি ভিডিও পোস্ট করে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০৩ বিশ্বকাপের (2003 World Cup) পর অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কম বিতর্ক হয়নি। আর এবার সেই নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসে একটি ভিডিও পোস্ট করেন মহারাজ। যেখানে ক্রিকেট জীবনের নানা চড়াই উতড়াইয়ের কথা তুলে ধরেন।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা মেটাতে ২০০৭ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০০৩ বিশ্বকাপের পর আমাদের নতুন কোচ এসেছিলেন। বেশ কয়েক জনের নাম নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল কোচ হন ভারতীয় দলের। খুব কাছাকাছি গিয়েও ২০০৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি আমরা। শুধু আমার নয়, দলের সকলেরই আক্ষেপ ছিল। গোটা দল স্বপ্নপূরণের আরও একটা সুযোগ চাইছিল। সে সময়ই আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বলা ভাল, আমাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল। অথচ তখন দলের জন্য ভাল খেলতে চাইছিলাম। নিজের সবটুকু দলকে দিতে চাইছিলাম।”
অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায় জানাননি, কে বা কারা তাঁকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছিলেন। বিষয়টিকে ক্রিকেটজীবনের উত্থান-পতনের অংশ হিসাবেই বলতে চেয়েছেন তিনি। তাঁর সঙ্গে যে গ্রেগের দূরত্ব তৈরি হয়েছিল, তা নিয়েও বিশেষ কিছু বলেননি।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্ট
















































































































































