সিবিআইয়ের (CBI) পর ইডি (ED)। আবগারি নীতিতে দুর্নীতির মামলায় ফের অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। আজ, মঙ্গলবার দিল্লির ৩৫টি জায়গায় হানা দিয়েছে ইডির। চলছে জোর তল্লাশি। এজেন্সির এই অতি তৎপরতাকে কটাক্ষ করেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodiya)।
জানা গিয়েছে এদিন আরেক অভিযুক্ত সমীর মহেন্দ্রুর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। দিল্লি ছাড়াও গুরগাঁও, লখনউ, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুতেও চলেছে তল্লাশি। যদিও মণীশ সিসোদিয়ার বাড়িতে এদিন কোনও তল্লাশি চলেনি।
এদিকে কেন্দ্রের মোদি সরকারের এমন প্রতিহিংসা পরায়ণ মনোভাবকে তোপ দেগে সিসোদিয়া বলেন, “প্রথমে সিবিআই হানা দিল, খালি হাতে ফিরতে হল। এবার ইডি হানা দিচ্ছে। কিন্তু ওরাও কিছু পাবে না। এটা আসলে অরবিন্দ কেজরিওয়াল সরকারের উন্নয়নকে হিংসা। তাই ভালো কাজকে স্তব্ধ করার চেষ্টা। ওরা সিবিআই, ইডি কাজে লাগাক, আমাদের কাজ থামাতে পারবে না। আমার কাছে কোনও তথ্য নেই। ওরা আমার বাড়িতে ফের এলে আরও কিছু স্কুলের নীল নকশা পাবে। এজেন্সি লাগিয়ে আমাদের ভয় দেখানো যাবে। আমাদের উন্নয়নের কাজকে থামিয়ে রাখা যাবে না।