Corona Update: এবার মোবাইল অ্যাপেই ধরা পড়বে করোনা সংক্রমণ!

0
1

করোনা (Corona) নিয়ে চিন্তা কিছুতেই আর কমছে না। যদিও মারণ ভাইরাসের দাপুটে ব্যাটিং এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন যত দ্রুত আর যত বেশি সম্ভব করোনা টেস্ট করাতে হবে। এতদিন পর্যন্ত লালারসের পরীক্ষার মাধ্যমে করোনাকে (Corona) সনাক্ত করার পদ্ধতি ছাড়াও চালু হয়েছে টেস্ট কিট ব্যবহার। এবার স্মার্ট ফোন (Smart Phone) ব্যবহার করেই করোনা সনাক্তকরণ করা সম্ভব হতে চলেছে।

নেদারল্যান্ডসের (Nedarlands)একদল গবেষক সম্প্রতি এই বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেন। এবার এক বিশেষ ধরণের অ্যাপ আবিষ্কার করা হয়েছে যা ব্যবহার করে সহজেই কোভিড টেস্ট হয়ে যাবে। ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘ গবেষনার মাধ্যমে একটি অ্যাপ তৈরি করেছেন। তাঁরা বলছেন অ্যাপে গলার স্বরের মাধ্যমেই শনাক্ত করা যাবে কেউ করোনা আক্রান্ত হয়েছেন কি না। লালারস পরীক্ষার কোনও প্রয়োজন পড়বে না। গবেষকদের দাবি মানুষের উপর পরীক্ষা করে দারুণ সাফল্য মিলেছে। ইনস্টিটিউটের গবেষক ওয়াফা আলিজাবি (Wafa Alijabi) বলেন, পরীক্ষা করে দেখা গিয়েছে গোটাবিশ্বে ৮৯ শতাংশ ক্ষেত্রে মোবাইল অ্যাপ করোনা আক্রান্ত রোগীকে চিহ্নিত করেছেন। এবং সবথেকে আশার কথা প্রায় ৮৩ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে করোনা নেগেটিভ রোগীকে শনাক্ত করতে পেরেছে। গবেষকদের দাবি,এই পদ্ধতিতে করোনা পরীক্ষা অ্যান্টিজেন টেস্টের থেকে বেশি নিরাপদ ও কম খরচ সাপেক্ষ ও সহজ।