মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা

0
1

আত্মঘাতী বিএসএফ (BSF) জওয়ান। কর্মরত অবস্থায় নিজের মাথায় গুলি করেন তিনি।

মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম সঞ্জয়কুমার প্যাটেল। ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার নফরচন্দ্রপুর ক্যাম্পে এই ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ান গুজরাটের বাসিন্দা । গত বছর নফরচন্দ্রপুর ক্যাম্পে যোগ দেন সঞ্জয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে আচমকাই ক্যাম্প থেকে গুলির শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন পড়ে রয়েছেন সঞ্জয়। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, সঞ্জয়বাবুর মধ্যে কোনও অস্বাভাবিকত্বও দেখেননি কেউ। এই ঘটনায় তারা ধোঁয়াশায়।