কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি (Wrong Policy) ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigation Agency) একতরফা তদন্তের প্রতিবাদ (Protest)। সোমবার কোন্নগর স্টেশন থেকে কানাইপুর অটো স্ট্যান্ড অবধি মহামিছিল তৃণমূল কংগ্রেসের (TMC)। কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে এদিন মিছিলের এদিন মিছিলের (Procession) আয়োজন করা হয়।
আরও পড়ুন:হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!
মিছিলে পা মেলান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব, নবগ্রাম অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার, কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস, পার্থ বিশ্বাস, অরিত্র সাহা সহ কয়েক হাজার তৃণমূলের নেতা কর্মী। অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে যেভাবে তৃণমূল নেতাদের তদন্তের নামে হেনস্থা করছে মূলত তারই প্রতিবাদেই এদিনের মহামিছিল।
এদিনের মিছিল শেষে আচ্ছেলাল যাদব জানান, বাংলায় বিজেপির কোনও অস্তিত্ব নেই। আর সেকারণেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যাবহার করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে। কানাইপুর পঞ্চায়েত প্রধানের অভিযোগ, বিজেপি সরকার কোনওদিন সাধারণ মানুষের কথা ভাবে না। দেশকে ওরা বিক্রি করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে বলে জানিয়েছেন তিনি।