শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হলদিয়া জুড়ে পোস্টার

0
1

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্ত চেয়ে পোস্টার পড়ল হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে। সোমবার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নামে পোস্টার পড়ে। নারদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। একই সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনও আদালতে অভিযোগ করেছেন যে, তাঁর থেকে জোর করে টাকা আদায় করেছেন শুভেন্দু। এবার বিজেপি বিধায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তেক দাবি করে পোস্টার পড়ল।

‌শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে শিল্পশহর হলদিয়ায় পোস্টার পড়েছে। শুক্রবার, ‌ইডি‌ জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “ফেরার বিনয় মিশ্রর সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। তাঁকে আশ্বাস দেন, মামলাটা তিনি দেখে নেবেন। কয়লা পাচার মামলায় ফেরার অভিযুক্তের সঙ্গে ৮ মাস আগে কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফোনে কেসটা দেখে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। তাঁর কাছে সেই অডিও ক্লিপ রয়েছে।“ এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের চর্চার মধ্যেই এই পোস্টার নিয়ে নয়া জল্পনা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

আরও পড়ুন- শিক্ষক দিবসে ‘জাতীয় শিক্ষক সম্মানে’ সম্মানিত বাঁকুড়ার বুদ্ধদেব দত্ত