তৃণমূলপন্থীদের সঙ্গে বিরোধী আইনজীবীদের বচসা-ধাক্কাধাক্কি, কলকাতা হাইকোর্টে তুমুল অশান্তি

0
1

তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে তুমুল অশান্তিতে জড়ালেন বাম ও বিজেপিপন্থী আইনজীবীরা। বচসা থেকে এই গণ্ডগোল ধাক্কাধাক্কি পর্যন্ত গড়াল। আজ, সোমবার এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। এমন অশান্তির ঘটনা নিয়ে বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিরোধী আইনজীবীরা নালিশ করেন। বিচারপতি মান্থা স্পষ্ট জানিয়ে দেন, এজলাসের বাইরের ঘটনায় তিনি পদক্ষেপ করতে পারেন না। তবে আদালতে আইনজীবী দের মধ্যে এমন অশান্তি হলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল কেন? পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যান বামপন্থী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল বিল্লোদ্বল ভট্টাচার্যদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁদের অভিযোগ, মুষ্টিমেয় কিছু আইনজীবী তাঁদের আদালতে ঢোকায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন। প্রশাসনকে পদক্ষেপ নিক। প্রধান বিচারপতি “মাস্টার অফ রোস্টার”। তিনিই ঠিক করবেন কোন এজলাসে কী শোনা হবে।

প্রধান বিচারপতি বলেন, তিনজন বিচারপতির যে কমিটি আছে সেখানে বিষয়গুলি জানাতে। আইনজীবীদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আদালতের কাজ চালিয়ে যেতে। কলকাতা হাইকোর্টের ঐতিহ্যের বিষয়টি যেন সকল আইনজীবী মাথায় রাখেন।