“পুজো শপিং স্পেশ্যাল”, মহালয়া পর্যন্ত শনি-রবিবার-ছুটিরদিনে বিশেষ বাস চালাবে পরিবহন দফতর

0
1

শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র ২৫ দিন। করোনা মহামারি কাটিয়ে দু’বছর পর ফের স্বকীয় মেজাজে ফিরতে চলেছে বাঙালির সেরা ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাটি ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এবার বাঙালির দুর্গাপুজো বিশ্বজনীন। তাই উৎসাহ, উদ্যম অনেকটাই বেশি।

খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরস শুরু হয় গিয়েছে প্রস্তুতি। শ্রেষ্ঠত্বর শিরোপা পেতে একদিকে যেমন তৎপরতা শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। ঠিক একইভাবে পুজোর কেনাকাটা করতে শহরের বাজারে বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। শহরের বড় বড় মার্কেটগুলিতে শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। আবার এই দুটি দিনে শহরের পথে গাড়ি-ঘোরাও চলে কম। তাই সপ্তাহন্তের পুজোর মার্কেটের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর।

পুজোর কেনাকাটা উপলক্ষে শহরে এই বিশেষ সরকারি বাস ছুটির আগামী ১০ থেকে মহালয়ার দিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর অবধি প্রতি শনিবার ও রবিবার সহ সরকারি ছুটির দিলগুলিতে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলবে। ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না। তবে বাসগুলি হবে নন এসি। এবং এই বাসের সামনে লেখা থাকবে “পুজো শপিং স্পেশ্যাল”!

আরও পড়ুন- ২৩ জন টেট উত্তীর্ণকে ২৩ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের