চিটফান্ড কাণ্ডে তেমন সুবিধা করতে না পেরে এবার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে সকাল থেকেই শহরে সিবিআই ও ইডির হানা। দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল।জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম রাম প্রসাদ আগরওয়াল। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভযোগ রয়েছে।সোমবার সকাল থেকেই ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:চিটফাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া সিবিআই, ছুটির দিনে সকাল থেকেই চলছে অভিযান

অন্যদিকে, সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। তবে তাঁর পরিচয় কী, কেন হানা, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, মালদহের গাজোলে রবিবার সিআইডির তৎপরতায় উদ্ধার হয় ১ কোটি ৩৯ লক্ষেরও বেশি টাকা। মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন ওই মাছ ব্যবসায়ী বলে দাবি সিআইডির। এরপর আজ শহরে তৎপর কেন্দ্রীয় সংস্থা।









































































































































