লাল-হলুদের পর এবার ডুরান্ড থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান

0
1

আগেই ডুরান্ড কাপ (Durand Cup) থেকে ছিটকে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)। আর সোমবার ডুরান্ড থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) । দুই প্রধান ছিটকে গেলেও, এখনও ডুরান্ড কাপে আশা জাগিয়ে রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)।

ডুরান্ড কাপে মোহনবাগানের ভাগ‍্য নির্ভর করছিল রাজস্থান ইউনাইটেড বনাম ইন্ডিয়ান নেভির ম‍্যাচের উপরে। রাজস্থান জিতলেই নকআউটে পৌঁছে যেত। আর রাজস্থান না জিতলে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলত এটিকে মোহনবাগান। কিন্তু সোমবার ডুরান্ড কাপের ম‍্যাচে রাজস্থান ইউনাইটেড ২-০ গোলে হারিয়ে দেয় নৌ সেনাকে। তার ফলে বি গ্রুপ থেকে রাজস্থান আর মুম্বই সিটি নক আউট পর্বে পৌঁছে যায়। আর ডুরান্ড থেকে ছিটকে যায় জুয়ান ফেরান্দোর দল।ম‍্যাচে এদিন রাজস্থান নৌ সেনার বিরুদ্ধে ৭৩ এবং ৮৮ মিনিটে গোল করে ।

যদিও ডুরান্ড কাপ নিয়ে এটিকে মোহনবাগান অনেক দিন আগেই আশা ছাড়া দিয়েছিল। তাদের ফোকাসে এখন শুধুই এএফসি কাপ। আগামী ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলবে তারা। কলকাতায় ইতিমধ্যেই এসে গিয়েছেন অস্ট্রেলীয় ফুটবলার দিমিত্রিস পেত্রাতোস। সেই ম‍্যাচেই পাখির চোখ বাগান কোচের।

আরও পড়ুন:শিক্ষক দিবসে গ্রেগকে শুভেচ্ছা মহারাজের, মন কেড়েছে নেটিজেনদের