রবিবার সন্ধ্যায় এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে ভারতের (India) মুখোমুখি হবে পাকিস্তান (Pakistan)। সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ক্রিকেট বিশ্বে। কিন্তু সুপার ফোরে নামার আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলকে ভরসা দিয়েছিলেন জাড্ডু। তাই সুপার ফোরে না থাকাটায় কিছুটা হলেও চাপে রয়েছে ভারতীয় দল। জাদেজার বদলে দলে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। তাহলে রবিবার বাবার আজমদের বিরুদ্ধে জাদেজার বদলে কাকে সুযোগ দেওয়া হবে? ম্যাচের আগেই সেই উত্তর দিলেন দলের হেডকোচ রাহল দ্রাবিড়।
রবিবার জাদেজার বদলে কাকে দেখা যেতে পারে? এই নিয়ে দ্রাবিড় বলেন, “অশ্বিনের মতো একজন ক্রিকেটার দলে থাকা সব সময়ই ভাল দিক। ও যেমন চার ওভার বল করতে পারে, তেমনই ব্যাটটাও করতে পারে। টি-২০ ক্রিকেটে অফস্পিনার খুব জরুরি। শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলে ভাল স্পিনার আছে। আমাদের দলের স্পিনারকে প্রয়োজন মতো ব্যবহার করা হবে। ”
এদিকে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, জাদেজার হাঁটুতে অস্ত্রোপচার হবে। আর সেই কারণে টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। যদিও দ্রাবিড় এই নিয়ে আশা ছাড়ছেন না। এই নিয়ে তিনি বলেন, “বিশ্বকাপ এখনও অনেক দেরি। এখনই জাদেজাকে নিয়ে আশা ছাড়ছি না। দেখা যাক কী হয়। চোট লাগতেই পারে। এটা খেলার অঙ্গ।”
আরও পড়ুন:আজ মহারণ, এশিয়া কাপে সুপার ফোরে ভারতের মুখোমুখি পাকিস্তান