সাইরাসের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

0
1

মহারাষ্ট্রের পালঘরে পথদুর্ঘটনায় মৃত্যু হল বিশিষ্ট শিল্পপ্পতি এবং টাটা গোষ্ঠীর (Tata and Sons) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির ( Cyrus Mistry)। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “সাইরাস মিস্ত্রির আকস্মিক প্রয়াণে হতবাক। একজন অত্যন্ত বড় মাপের সম্ভাবনাময় ব্যবসায়ী হিসেবে উনি সবসময় দেশের আর্থিক বৃদ্ধির প্রতি সদা সচেতন ছিলেন। তাঁর মতো শিল্পপতির আকস্মিক প্রয়াণ দেশের শিল্প এবং বাণিজ্যমহলের কাছে এক বড় ক্ষতি। তাঁর পরিবারকে আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন,
” সাইরাস মিস্ত্রির প্রয়াণে গভীর শোকাহত।
তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তাঁরা যেন এই নিদারুণ ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানোর সাহস পান।
তাঁর শান্তি কামনা করি।”