কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার আরও ১ অভিযুক্ত

0
1

পুরুলিয়ার নিহত কাউন্সিলর তপন কান্দু খুনে নয়া মোড়। শনিবার রাতে মূল ভাড়াটে খুনিকে গ্রেফতার করল সিবিআই। ঝাড়খণ্ডের বোকারো এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মূল ভাড়াটে খুনির নাম শেখ জাবির। তার বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার পেংখনারায়ণপুর গ্রামের কাছো গ্রামে। রবিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে।


আরও পড়ুন:তপন কান্দু খুন : আদালতে চার্জশিট জমা দিল সিবিআই 

প্রসঙ্গত গত গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়ে খুন হন তপন কান্দু। তাঁর সঙ্গে ছিলেন চার বন্ধু। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রথমে রাজ্য পুলিশের সিট চারজনকে গ্রেফতার করে। তারপরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়। তপন কান্দু হত্যাকাণ্ডের কিনারায় কেন্দ্রীয় তদন্তকারী দলের স্কেচ এক্সপার্টরা পেনসিল দিয়ে এঁকে ‘ক্রাইম ম্যাপ’ তৈরি করে। এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু সেই দু’জনের মধ্যে একজনকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় ধৃত বোকারোর কলেবর সিংয়ের সঙ্গে চুক্তির ভিত্তিতে শেখ জাবির নিজের সাদা রঙের মোটরবাইকে এক সঙ্গীকে নিয়ে এই অপারেশন করে বলে অভিযোগ। তারপর ঝাড়খণ্ডে গা ঢাকা দেয়। সেখান থেকে একাধিক রাজ্যে ঘুরে বেড়ায়। সম্প্রতি বোকারোয় আসে সে। এরপরই সিবিআইয়ের জালে ধরা পড়ে সে।