খায়রুল আলম, ঢাকা
রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশ (Bangladesh)। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) রোহিঙ্গা শরণার্থীদের (Rohinga Refugees) নিয়ে যথেষ্ট বেসামাল। এবার তিনি এই সমস্যা সমাধানে ভারতের হস্তক্ষেপ দাবি করছেন। ভারত সফরের প্রাক্কালে এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের বাংলাদেশের বোঝা বলেছেন হাসিনা। সেক্ষেত্রে তাঁদের জন্য স্থান সংকুলানের সমস্যা হতে পারে মনে করছেন তিনি। এবং ভারতে যদি রোহিঙ্গাদের থাকার জায়গার ব্যবস্থা করা যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত খুশির খবর হবে বলেও মন্তব্য তাঁর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ভারতে খুব বেশি শরণার্থী নেই। তবে বাংলাদেশ সরকার (Bangladesh Government) মানবিক দিকটি মাথায় রেখে বাস্তুচ্যুত এই সম্প্রদায়ের সদস্যদের ভালো রাখার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। তা সত্ত্বেও মানবিক কারণে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ পাশাপাশি করোনার মতো কঠিন রোগের সঙ্গে লড়াইয়ের সময়েও এদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। “কিন্তু তাঁরা কতদিন এখানে থাকবে? তাই ক্যাম্পে অবস্থান করছে। আমাদের পরিবেশ বিপজ্জনক। তার ওপর সেখানে কিছু লোক মাদক পাচার বা নারী পাচারের বা অস্ত্র সংঘাতের সঙ্গে জড়িত। দিন দিন তা বেড়েই চলেছে। তাই যত তাড়াতাড়ি তাঁরা দেশে ফিরতে পারে, তা আমাদের দেশের জন্য এবং মায়ানমারের জন্যও মঙ্গলজনক। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।” এমন কথাই বলেন প্রধানমন্ত্রী হাসিনা। আর তাঁর মতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে ভারত সফরে যাবেন। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারতের সঙ্গে তিস্তা নদীর জল বণ্টনের বিষয়েও প্রশ্ন করা হয়। শেখ হাসিনা বলেন, চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয় যা পারস্পরিকভাবে সমাধান করা যায় না।