মাস দুয়েক আগেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ছিলেন বঙ্গ তনয়া প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Susmita Sen)। ললিত মোদি (Lalit Modi) নিজের বেটার হাফ বলে সোশ্যাল মিডিয়ায় (Social Media)পোস্ট করেছিলেন দুজনের একান্ত মুহূর্তের কিছু ছবি। আইপিএলের (IPL) প্রাক্তন কমিশনার বলিউড সুন্দরীকে ডেট করছেন বলে জানিয়েছিলেন। তবে তাঁরা বিয়ে করেননি, দুজনেই এটাও স্পষ্ট করে দিয়েছিলেন। দুজনের রোমান্টিক ছবি জ্বলজ্বল করছিল ললিতের ইন্সটাতে। কিন্তু এখন কোথায় সেই ডিপি (DP)? বায়ো সেকশনে সুস্মিতা সেনের নাম টাও ভ্যানিস! সবই বদলে গিয়েছে, এখন ডিপিতে ললিত মোদি একা।
কয়েকমাস আগের কথা, নেট দুনিয়া জুড়ে আলোচনার শিরোনামে উঠে এসেছিল সুস্মিতা- ললিত কাহিনী। বিয়ে করেননি, অথচ সুস্মিতাকে বেটার হাফ, পার্টনার বলে দাবি করেছিলেন ললিত মোদি। এর পর সুস্মিতা সেনও জানান, অকৃত্রিম ভালবাসায় ঘিরে রয়েছেন তিনি। খুশিতে আছেন, জীবনের অন্যতম সেরা পর্বে রয়েছেন। পাশাপাশি মলদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। এই পোস্ট প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়ে যায় । তার মধ্যে আচমকাই এল পরিবর্তন। নিজের ইনস্টাতে ডিপি বদলে ফেললেন ললিত। দুজনের নয় একা ললিতের ছবি দেখা যাচ্ছে এখন। আর এরপর থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সম্পর্কে ইতি? সুস্মিতা সেনেরও সঙ্গী এখন রোহমান শল। পুরনো প্রেমিকের সঙ্গেই বেশির ভাগ সময় কাটাতে দেখা যাচ্ছে সুস্মিতাকে। কখনও তাঁরা একসঙ্গে ধরা পড়ছেন পাপারাৎজিদের ক্যামেরায়, কখনও বা অভিনেত্রীর করা লাইভে। ঘনিষ্ঠ সূত্রে বিশেষ কিছু জানা না গেল পুরনো বিশেষ বন্ধুর সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন সুস্মিতা। তাহলে কি নেটমাধ্যমেই ললিতের এই আচমকা ভোলবদল অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত? নেট দুনিয়ায় এই নিয়েই জোর চর্চা!