মহারাষ্ট্রের পালঘরে রবিবার এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistri)। তিনি পালনজি শিল্পগোষ্ঠীর কনিষ্ঠ কর্ণধার। রবিবার দুপুরে আমেদাবাদ থেকে মুম্বই (Mumbai) আসার পথে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা লাগে সাইরাসের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস-সহ একজনের।
সাইরাস মিস্ত্রি টাটা গোষ্ঠীর চেয়ারম্যানদের মধ্যে দ্বিতীয় যাঁর পদবি টাটা নয়। ২০১২ থেকে ১৬ পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এরপর টাটা গোষ্ঠীর সঙ্গে তার দূরত্ব শুরু হয় লড়াই পৌঁছয় আদালত পর্যন্ত। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুছে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির ইঞ্জিনসহ সামনের অংশ। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায় না কি কোনও গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে অথবা অন্য কোনও গাড়ি সাইরাসের গাড়িকে ধাক্কা মারে কি না সব দিকেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।














































































































































