করম পূজোয় পূর্ণ দিবস ছুটির দাবিতে জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সংগঠনের

0
1

জঙ্গলমহলের (Jangalmahal) চার জেলায় ১২ ঘণ্টার অবরোধ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। তাদের দাবি আসন্ন করম পুজোয় (Karam Puja) পূর্ণদিবস ছুটির ঘোষণা করতে হবে। ইতিমধ্যেই করম পুজো উপলক্ষ্যে অর্ধ দিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও আদিবাসী কুরমি সমাজের (Kurmi community) মতে এটা তাঁদের অন্যতম বড় উৎসব তাই অন্যান্য সম্প্রদায়ের মতো তাঁদের সম্প্রদায়ের এই উৎসবকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং একদিন পূর্ণ ছুটির ব্যবস্থা করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর করম পুজো। সেদিনের ছুটির দাবিতে আজ শনিবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ১২ ঘন্টা জঙ্গলমহলের চার জেলায় অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুরমি সমাজ। সকাল ৬টা থেকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। এর জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে, এবং সমস্যায় পড়েছেন ওই রুটের নিত্যযাত্রীরা।