ভালোই খেলি: দিলীপের মন্তব্যে পাল্টা ধুয়ে দিলেন কুণাল

0
1

‘খেলা হবে’- গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC) এই স্লোগান অত্যন্ত জনপ্রিয় হয়। বাংলার গণ্ডী ছাড়িয়ে একাধিক রাজ্যে অন্য রাজনৈতিক দলও সেই স্লোগান ব্যবহার করে। এবার সেই ‘খেলা হবে’ স্লোগান নিয়ে মন্তব্য বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আর দিলীপের মন্তব্যের জবাবে চালিয়ে ব্যাটিং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বললেন, পাশফেলের দোলাচলে রয়েছে বিজেপি।

সকালে শরীরচর্চা করতে বেরিয়ে প্রায়ই সংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। আর এদিন সরাসরি ব্যাট-বল হাতে মাঠে নামেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমি ভালোই খেলি। তাঁর খেলার জন্যেই গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি সাংসদ ও ৭০-এর বেশি বিধায়ক পেয়েছে দল। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের আসন আরও কমানোর খেলা খেলবেন বলে ইঙ্গিত দেন দিলীপ। এর পাল্টা জবাব দেন কুণাল ঘোষ। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ বিজেপিতে পাশ করেছেন। প্রথম হননি, তবে পাশ মার্ক পেয়েছেন। কিন্তু তারপরে যিনি রাজ্যে বিজেপির দায়িত্ব নিয়েছেন, সেই সুকান্ত মজুমদার-সহ বাকিরা ফেল করেছেন। এটাই দিলীপ বোঝাতে চেয়েছেন যে তিনি পাশ, আর সুকান্তরা ফেল। বাংলায় বিজেপি প্রথম হতে আসেওনি, হতে পারবেও না।